এখন আর হয়ে উঠে না

লিখেছেন লিখেছেন মামুন ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২১:০১ রাত
এখন আর হয়ে উঠে না
অনেকদিন ভালো কোনো স্বপ্ন দেখি না
দুঃস্বপ্নগুলো তো বিদায় নিয়েছে অনেক আগেই।
ধোঁয়াশা স্মৃতির আড়ালে হেঁটে চলা স্বপ্নরা
এখন আরো ঝাপসা- নির্জীব, ফোঁটা ফোঁটা
কুয়াশার টুকরো চাদর হয়ে কদাচিৎ
পথ ভুলে এ হৃদয় নিয়ে খেলা করে।
নিঃশব্দের বালুচরে সৌখিন শিকারির
ক্ষিপ্র হাতের টোটা বদলের ক্ষীণ শব্দে
শঙ্খচিলের ডানায় ভেসে স্বপ্নরা মিলায় সুদূরে!
ভালোবাসা যেন চাঁদের নরম আলোয়
প্রেয়সীর গালের কালো তিলকে ঘিরে প্রহ্লাদে নৃত্যরত
শুভ্র ফুলের জরায়ু চিরে ফেলা এক কালো ভ্রমর!
অনেকদিন সেই মেয়েটিকে দেখি না,
যার চিবুক ছুঁয়ে গলে গলে পড়েছিল
আশাহত এই হৃদয়ের জমাট লাভা।
অনেকদিন তার নরম বুকে মাথাগোঁজা হয় না!
একদিন ঝড় উঠেছিল বলে
ভালোলাগাগুলো সব সানাইয়ের করুণ সুরে,
ঝারাপাতার মতো বল্গাহীন হাওয়ার তোড়ে
হারালো কোন সুদূরে মৃতবৎ চেয়ে থাকা নির্লিপ্ততায়!
জোছনাগুলো নীল এখন আর দিনগুলো সব জোনাক জ্বলা রাত-
রাতগুলো সব নির্ঘুম দিন হয়েছে যখন
কীভাবে শুনবো বলো স্বপনের করাঘাত?
ইচ্ছেগুলো অনিচ্ছার ট্রাংকুলাইজারে ঝিমায় শুধু,
তাই অনেকদিন... অনেক রাত...অনেক কোনো কিছুই
এখন আর করা হয়ে উঠে না।।
বিষয়: সাহিত্য
৮৪৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেগেছে
ভালো থাকবেন, সবসময়।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ আপনাকে।
অনেক শুভেচ্ছা রইলো।
আপনার দুর্দান্ত মন্তব্যগুলো আমাকে একদন্ডও বিশ্রাম নিতে দেয় না। কেবলি মনে হয়, লিখেই যাই।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আমার ইচ্ছেগুলোও ব্যর্থতার ট্রাংকুলাইজারে ঝিমাচ্ছে শুধু,শত চেষ্টাতেও যাওয়ার কোন পথ করে উঠতে পারছি না।
ধন্যবাদ ও শুভেচ্ছা......
ব্যর্থতা ঝেড়ে ফেলে সামনে আগান নব উদ্যমে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন